একজন ডাক্তার চেম্বার খুলেছে।
.
বাইরে নোটিশ টানিয়ে দিয়েছে
"যেকোন রোগের ফি ৩০০টাকা। যদি রোগ ভাল না হয়, তবে ১,০০০ টাকা ফেরত পাবেন।"
তো বলটু এটা দেখে ভাবলো, ডাক্তারকে বাঁশ দিয়ে ১ হাজার টাকা কামিয়ে নেই।।
ধান্দাবাজ বলটু ডাক্তারের চেম্বারে যেয়ে বললো, ডাক্তার আমি আমার জিহ্ববায় কোন টেস্ট পাই না!!
ডাক্তার তার এসিস্টেন্ট কে বললেন,
২২ নাম্বার বোতল থেকে কয়েক ফোটা ওষুধ বলটুর জিহ্ববায় দিতে।
এসিস্টেন্ট সেটাই করলো।
বলটু তো ইয়াক ইয়াক করে বলে,
এটা তো প্রসাব!!
ডাক্তার হেসে বললেন, এইতো আপনার মুখের স্বাদ ফিরে এসেছে। এবার ৩০০ টাকা দেন।
কিছুদিন পর
বলটু আবার ফন্দি আটলো, কিভাবে আগের ৩০০ টাকা উসুল করে ডাক্তারকে বাঁশ দেওয়া যায়।
এবার চেম্বারে যেয়ে বলে, ডাক্তার, আমার মেমরি লস হইছে। কিছু মনে রাখতে পারি না।
ডাক্তার আবারো এসিস্টেন্ট কে বললেন, ২২ নম্বর বোতল থেকে এক চামচ ওষুধ উনাকে খাইয়ে দিতে।
এটা শুনেই বলটু লাফ দিয়ে উঠে বলে, ২২ নম্বরে তো প্রসাব!!
ডাক্তার এবারো হেসে বলেন, জি। আপনার স্মৃতি ফেরত এসেছে।
৩০০ টাকা দেন।