স্যার আইনস্টেইনের একটি সত্য ঘটনা অবলম্বনেঃ
আইনস্টাইন এর প্রতিটি সেমিনারেই পিছনে বসে লেকচার শুনতে শুনতে তার ড্রাইভার একবার তাকে বলেই বসলো, "আপনি তো সব জায়গায় একি লেকচার বারবার দেন, তারপর ও লোকজন আপনার লেকচার যে কেন শুনে? আমি আপনার লেকচার এতোবার শুনেছি যে এখন চাইলে আমিই আপনার
লেকচার দিতে পারি।"
এর পরবর্তী সেমিনারে আইনস্টাইন তার ড্রাইভারের
সাথে পোশাক পরিবর্তন করে সেমিনার এর পিছনে..বসে রইলেন....
আর তার ড্রাইভার লেকচার দিতে শুরু করলো। অত্যন্ত নিখুত ও সাবলীলভাবে লেকচার শেষ করার
পর প্রশ্ন উত্তর পর্বে এক দর্শক এমন এক প্রশ্ন করে বসলো যার উত্তর ড্রাইভারের জানা নাই।
ড্রাইভারের তাৎক্ষনিক প্রতিক্রিয়া,
"আপনি খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা এতোই সহজ যে আমি নিশ্চিত সেমিনারের পিছনে বসে থাকা আমার ড্রাইভারও এই প্রশ্নের উত্তর দিতে পারবে।"
Husband and wife conversation Jokes- 04
স্বামী স্ত্রী ঝগড়া করছে। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী স্বামীর গালে চড় মারল।
স্বামীঃ তুমি আমাকে চড়টি সিরিয়াসলি মেরেছ নাকি ইয়ারকি করে মেরেছ?
স্ত্রীঃ সিরিয়াসলি মেরেছি।
স্বামীঃ তাহলে আজ বেঁচে গেলে, তুমি তো জানো ইয়ার্কি একদম পছন্দ করি না।
স্বামীঃ তুমি আমাকে চড়টি সিরিয়াসলি মেরেছ নাকি ইয়ারকি করে মেরেছ?
স্ত্রীঃ সিরিয়াসলি মেরেছি।
স্বামীঃ তাহলে আজ বেঁচে গেলে, তুমি তো জানো ইয়ার্কি একদম পছন্দ করি না।
Husband and wife conversation Jokes- 03
স্ত্রীঃ আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামীঃ অফিসে যখন আমি কোন সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রীঃ তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামীঃ হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা হতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।
স্বামীঃ অফিসে যখন আমি কোন সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রীঃ তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামীঃ হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা হতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।
Husband and wife conversation Jokes- 02
বিবাহবিচ্ছেদের মামলায় স্বামী স্ত্রী দু’ জনেই আদালতে হাজির। হাকিম একটা মিটমাটের প্রাথমিক চেষ্টা করলেন।
প্রথমে স্বামীকে প্রশ্ন করলেন, আপনি কী জন্য বিচ্ছেদ চান?
স্বামী বলল, আমি চেয়েছিলাম ছেলের বাপ হতে। কিন্তু ও দু’বারই মেয়ে প্রসব করেছে।
স্ত্রী হুঙ্কার দিয়ে বলল, মরদের মুরোদ তো ঢের দেখেছি। তোমার ভরসায় থাকলে মেয়ে দুটোও দুনিয়ার মুখ দেখত না।
প্রথমে স্বামীকে প্রশ্ন করলেন, আপনি কী জন্য বিচ্ছেদ চান?
স্বামী বলল, আমি চেয়েছিলাম ছেলের বাপ হতে। কিন্তু ও দু’বারই মেয়ে প্রসব করেছে।
স্ত্রী হুঙ্কার দিয়ে বলল, মরদের মুরোদ তো ঢের দেখেছি। তোমার ভরসায় থাকলে মেয়ে দুটোও দুনিয়ার মুখ দেখত না।
Husband and wife conversation Jokes- 01
স্ত্রীঃ চুলের গোড়া শক্ত হওয়ার তেলটা এনেছ?
স্বামীঃ হ্যাঁ, তুমি বলেছ আর আমি না এনে পারি? এই নাও।
স্ত্রীঃ থাক, তোমার কাছেই রাখ। তোমার অফিসের ওই রিসিপশনিস্ট মেয়েটাকে দিও। ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে।
স্বামীঃ হ্যাঁ, তুমি বলেছ আর আমি না এনে পারি? এই নাও।
স্ত্রীঃ থাক, তোমার কাছেই রাখ। তোমার অফিসের ওই রিসিপশনিস্ট মেয়েটাকে দিও। ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে।
Jokes about the current situation of Bangladesh - 1
যৌতিষী : বাংলাদেশের মানুষ হরতাল অবরোধে আরো কিছুদিন দুঃখ কষ্ট ভোগ করবে !
আমজনতা আশান্নিত হয়ে জিজ্ঞাসা করলেন : তারপর শান্তি ফিরে আসবে?
যৌতিষী :তারপর হরতাল অবরোধে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। হরতাল অবরোধকে আর কষ্ট মনে করবে না.
আমজনতা আশান্নিত হয়ে জিজ্ঞাসা করলেন : তারপর শান্তি ফিরে আসবে?
যৌতিষী :তারপর হরতাল অবরোধে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। হরতাল অবরোধকে আর কষ্ট মনে করবে না.
Subscribe to:
Posts (Atom)