Husband and wife conversation Jokes- 03

স্ত্রীঃ আচ্ছা, তুমি সব সময় অফিসে যাওয়ার সময় ব্যাগে আমার ছবি নিয়ে যাও কেন?
স্বামীঃ অফিসে যখন আমি কোন সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটি বের করে দেখলেই সব সমস্যার সমাধান হয়ে যায়, বুঝলে?
স্ত্রীঃ তাই নাকি! তাহলে দেখো, তোমার জন্য আমি কতটা সৌভাগ্যের!
স্বামীঃ হুম, আমার যখন সমস্যা আসে, তখন তোমার ছবি বের করে দেখি আর নিজেকে বলি, তোমার চেয়ে তো বড় কোনো সমস্যা হতে পারে না। আর সঙ্গে সঙ্গে ছোট সমস্যাগুলো আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না।