Jokes about the current situation of Bangladesh - 1
যৌতিষী : বাংলাদেশের মানুষ হরতাল অবরোধে আরো কিছুদিন দুঃখ কষ্ট ভোগ করবে ! আমজনতা আশান্নিত হয়ে জিজ্ঞাসা করলেন : তারপর শান্তি ফিরে আসবে? যৌতিষী :তারপর হরতাল অবরোধে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। হরতাল অবরোধকে আর কষ্ট মনে করবে না.