Funny Bangla Jokes-42

ইন্টারভিউ বোর্ডে এক যুবককে প্রশ্ন করা হলো, বল তো "ডাক্তার আসিবার
পূর্বে রোগী মারা গেল" এর ইংরেজি কি হবে?
:
এটার ইংরেজি পারি না স্যার | আরবিটা পারি |
আরবিটা পার ? ঠিক আছে বল |
:
ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন

Funny Bangla Jokes-41

মাষ্টরঃ তোমরা নিশ্চিই বুঝতে পেরেছো মানুষ কি ভাবে সৃষ্টি হয়েছে ?
এক ছাত্রঃ কিন্তু মাষ্টার মশাই, বাবা যে বললো আমাদের সৃষ্টি হয়েছিল বানরের
থেকে
মাষ্টারঃ বিষয়ে আমি কিছু বলতে চাই না কেননা এটা তোমাদের পারিবারিক ব্যাপার ।।

Funny Bangla Jokes-40

শিক্ষক : মানুষ পরিবর্তনশীল এটার প্রমাণ কে দিতে পারবে?
ছাত্র : আমি পারব স্যার?
শিক্ষক : বল।
ছাত্র : আমাদের পাড়ার একজন যখন আমাদের সাথে আড্ডা দিত তখন তাকে বড় ভাই বলে ডাকতাম।
তারপর তিনি যখন আমাদের বাসায় টিউশনি করতে এলেন তখন তাকে স্যার বলে ডাকতাম।

এরপর তিনি আমার বোনকে বিয়ে করলেন, এখন তিনি দুলাভাই।

Funny Bangla Jokes-39

চল্লিশ বছর পার হয়ে গেছে তবু বিয়ে করেনি এক লোক।

একদিন একজন এর কারণ জিজ্ঞেস করল।
লোকটি বলল, সারা জীবন আমি একটা পারফেক্ট মেয়ের খোঁজ করছিলাম।
তা একটিও পান নি?
পেয়েছিলাম একটি, কিন্তু সে আবার একটা পারফেক্ট ছেলের অপেক্ষায় ছিল।

Funny Bangla Jokes-38

একদিন ফালুদা দোকানে গিয়েছেন তেল কিনতে। তেল
কিনে ফালুদা রাগে দোকানদারকে বললেন-
ফালুদা : আরে ভাই, তেলের সঙ্গে আমার ফ্রি উপহার কই?
দোকানদার : রাগছেন কেন? তেলের সঙ্গে কোম্পানীতো কোনো উপহার দেয়নি।
আমি উপহার বানিয়ে দেব নাকি?
ফালুদা : আরে মশাই, আমাকে বোকা বানাচ্ছেন, না?
আমি কি মূর্খ নাকি যে পড়তে পারি না! তেলের বোতলের গায়েই তো লেখা আছে, কোলেস্টেরল ফ্রি!
কই, সেটা তো দিচ্ছেন না।

Funny Bangla Jokes-37

বিমান চলছে। এক পেসেঞ্জার হঠাৎ করে হুরমুর করে প্লেনের চালকেরঘরে ঢুকে পড়লো।

চালকতো অবাক। চালককে আরোও অবাক করে দিয়ে লোকটা চালকের হেডফোনটাকে ছিনিয়ে নিল।
তারপর লোকটা বলল, "হারামজাদা!
আমরা টাকা দেব আর তুমি ভালমত  বিমান না  চালাইয়া এইখানে বইসা কানে হেডফোন
লাগাইয়া গান শুনবা!!!"

Funny Bangla Jokes-36

হাবলুঃ দোস্ত আমারে ওই মাইয়ার হাত থাইকা বাঁচাও!!
দোস্তঃ কেন কি হইছে ??
হাবলুঃ যেইদিন থাইকা ওরে বলছিএই হৃদয় চীরে দেখ শুধু তোমার নাম পাবে
তখন থাইকা চাকুনিয়া পিছে পড়ছে।

Funny Bangla Jokes-35

স্কুলের নতুন শিক্ষিকা ক্লাস এইটের ছাত্রদের সাথে পরিচিত হচ্ছেন
প্রথম ক্লাসে, ম্যাডামঃ আমি তোমাদের নতুন ম্যাডাম।
এসো তোমাদের সাথে পরিচিত হই।
প্রথমে ছেলেরা একে-একে দাঁড়িয়ে নিজের নাম এবং একটা প্রিয় শখের কথা আমাকে বলো।
প্রথম জনঃ আমার নাম শাকিল, আমার শখ বৃষ্টি ভেজা পদ্ম দেখা।
দ্বিতীয় জনঃ আমার নাম লিটন, আমারও শখ বৃষ্টি ভেজা পদ্ম দেখা।
এভাবে সব ছাত্র তাদের নাম বলল এবং প্রিয় শখের কথা বলল, বৃষ্টিভেজা পদ্ম দেখা।
শিক্ষিকা তো ছাত্রদের আচরণে অবাক, এরপর তিনি মেয়েদের দাঁড়
করালেন এবং নিজের নাম শখের কথাবলতে বললেন।
প্রথম ছাত্রীটি অত্যন্ত লজ্জিত মুখে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে বললঃ

"
আমার নাম পদ্ম এবং আমার শখ বৃষ্টিতে ভেজা!

Funny Bangla Jokes-34

স্যার:কিরে কাল স্কুলে আছিস নাই কেন?
বল্টু: স্যার, বৃষ্টি এসেছিল!
স্যার: কই কাল তো বৃষ্টি হয় নাই।
বল্টু: আমার মামাতো বোন বৃষ্টি এসেছিল।
সারা দিন তো ওর সাথে কাটালাম, স্কুলে আসব কি করে!

Funny Bangla Jokes-33

শিক্ষকঃ বাংলায় মাত্র একুশ পেয়েও হাসছিস্ তোর লজ্জা করে না?
ছাত্রঃ স্যার, আমি গর্ববোধ করছি -----
শিক্ষকঃ ওরে গাধা ... পিটিয়ে আজ তোকে..!
ছাত্রঃ কেন স্যার ! গতকালই না আপনি বললেন একুশ নিয়ে আমাদের গর্ব অহংকার করা উচিত

Funny Bangla Jokes-32

এক পাগল গেছে ডাক্তারের কাছে।
যথারীতি তার সিরিয়াল আসলে সে ডাক্তারের চেম্বারে ঢুকে গেলো।
ডাক্তারঃ তুমি কিভাবে পাগল হলে??”
পাগলঃ সে এক বিরাট ইতিহাস__আমি এক বিধবা মেয়েকে বিয়ে করেছিলাম, সেই
বিধবা মেলেটির আগের পক্ষের একটি যুবতী মেয়ে ছিল। তার যুবতী মেয়েকে আবার আমার বাবা বিয়ে করলো।
এভাবে আমার বাবা আমার জামাই হল আবার আমার মেয়ে হয়ে গেল আমার মা!!
ওই ঘরে একটা মেয়ে হয়েছিল যা আমার বোন। কিন্তু আমি ওই মেয়ের নানির স্বামী ছিলাম,
এভাবে আমি তার নানা হয়ে গেলাম!! একইভাবে, আমার ছেলে তার দাদির ভাই
হয়ে গেলো! আর আমি আমার ছেলের ভাগ্নে হয়ে গেলাম!! আর আমার
ছেলে তার দাদার শালা হয়ে গেলো আর______

ডাক্তারঃ "চুপ! একদম চুপ!! এখনকি আমাকে পাগল বানাবি নাকি__!" 

Funny Bangla Jokes-31

দুইজন বুড়ো বুড়ি দম্পতি গল্প করতেছেন।
হঠাত্ বুড়ো বুড়িকে বললেন,"মনে আছে সুইটহার্ট আগে আমি তোমাকে আইসক্রিম
আনার কথা বলতাম আর তুমি পরম আদরে আমার জন্য আইসক্রিম নিয়ে আসতা।
আজ আগের মত একটা আইসক্রিম নিয়ে আস তো। আর কাগজে লিখে নিয়ে যাও।
তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।"

বুড়ি দাদি বললেন."তোমার মত এত তাড়াতাড়ি আমি ভুলি না।"এই কথা বলে দাদি গেলেন।
দীর্ঘ দুইঘন্টা পরে বুড়ি দাদি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন।
তা দেখে তো বুড়ো দাদা রেগেমেগে হুঙ্কার দিয়ে বললেন,"বারবার বললাম লিখে নিয়ে যাও।।
চাইলাম নুডলস আর আনছ পাউরুটি!!!"

Funny Bangla Jokes-30

হাবলুঃ ডাক্তার, আমার পেটে গ্যাসের অনেক সমস্যা।
কিন্তু ভালো দিক এই যে আমার গ্যাসের গন্ধ হয় না, আওয়াজও হয় না।

এখানে বসে আমি ১৫-২০ বার গ্যাস ছেড়েছি; কিন্তু কেউ টের পায় নি।
ডাক্তারঃ এই ওষুধটা খান, আর এক সপ্তাহ পরে আসবেন।
এক সপ্তাহ পর...
হাবলুঃ কি ওষুধ দিলেন ডাক্তার সাহেব, আমার গ্যাসে এখনো আওয়াজ নেই; কিন্তু জঘন্য গন্ধ বের হয়!
ডাক্তারঃ গুড, আপনার নাক ঠিক হয়ে গেছে; এখন আপনার কানের চিকিৎসা করতে হবে...!!