Funny Bangla Jokes-16

একদিন এক মেয়ে জুতা চয়েজ করলো।
জুতা চয়েজ হলো কিন্তু সমস্যাটা হলো টাকা দিতে গিয়ে!! সে দেখলো তার সাথে কোন টাকা নাই! জুতার দোকানদারকে বেপারটা বলায় দোকানদার রাজি হইয়া গেলো বাকিতে জুতাটা দিতে আর কাল দিয়ে যেতে বলে। এতে তার পার্শ্বের দোকানদার অবাক হয়ে জিজ্ঞাস করলো, কিভাবে বিশ্বাস করলেন?? কাল যদি না আসে???

জুতার দোকানদার: কাল আসতেই হইবো!! কারন ২টা ২ সাইজের জুতা দিয়া দিছি!!