Funny Bangla Jokes-35

স্কুলের নতুন শিক্ষিকা ক্লাস এইটের ছাত্রদের সাথে পরিচিত হচ্ছেন
প্রথম ক্লাসে, ম্যাডামঃ আমি তোমাদের নতুন ম্যাডাম।
এসো তোমাদের সাথে পরিচিত হই।
প্রথমে ছেলেরা একে-একে দাঁড়িয়ে নিজের নাম এবং একটা প্রিয় শখের কথা আমাকে বলো।
প্রথম জনঃ আমার নাম শাকিল, আমার শখ বৃষ্টি ভেজা পদ্ম দেখা।
দ্বিতীয় জনঃ আমার নাম লিটন, আমারও শখ বৃষ্টি ভেজা পদ্ম দেখা।
এভাবে সব ছাত্র তাদের নাম বলল এবং প্রিয় শখের কথা বলল, বৃষ্টিভেজা পদ্ম দেখা।
শিক্ষিকা তো ছাত্রদের আচরণে অবাক, এরপর তিনি মেয়েদের দাঁড়
করালেন এবং নিজের নাম শখের কথাবলতে বললেন।
প্রথম ছাত্রীটি অত্যন্ত লজ্জিত মুখে উঠে দাঁড়ালো এবং আস্তে আস্তে বললঃ

"
আমার নাম পদ্ম এবং আমার শখ বৃষ্টিতে ভেজা!