Funny Bangla Jokes-28

এক লোক তার স্ত্রীকে এস এম এস
করলো "আমার আসতে দেরী হবে, আমার ময়লা কাপড়গুলো ধুয়ে রেখো
আমার পছন্দের খাবার রান্না করে রেখো।"
স্ত্রী কোনও উত্তর করলো না এস এম এস এর।

কিছুক্ষণ পর আবার একটা এস এম এস করল
"
আমার বেতন বেড়েছে, দিগুণ হয়েছে,
তোমাকে এই মাসের শেষে একটা নতুন গাড়ি কিনে দেব।"
এবার স্ত্রী উত্তর করলো খুশিতে গদগদ হয়ে " মা! সত্যি?!"
লোকটি উত্তর করলো. . . . "না, আমি শুধু নিশ্চিত হতে চেয়েছিলাম
যে তুমি আমার প্রথম এস এম এস টা পেয়েছ কিনা".