স্বামী, স্ত্রী ডেন্টিস্টের চেম্বারে গিয়েছেন।
স্বামীঃ আমি একটা দাঁত তুলতে চাই। কোন রকম অবশ বা অজ্ঞান করা লাগবে না, কারণ আমার খুব তাড়া আছে। জাস্ট তুলে ফেলুন, যত তাড়াতাড়ি পারেন।
ডেন্টিস্টঃ আপনি একজন খুব সাহসী মানুষ, একটু দেখান, কোন দাঁতটা তুলতে হবে।
স্বামীটি তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, “তোমার মুখ খুলো, এবং ডাক্তারকে দেখাও কোন দাঁতটা তুলতে হবে!”