দুইজন বুড়ো বুড়ি দম্পতি গল্প করতেছেন।
হঠাত্ বুড়ো বুড়িকে বললেন,"মনে আছে সুইটহার্ট আগে আমি তোমাকে আইসক্রিম
আনার কথা বলতাম আর তুমি পরম আদরে আমার জন্য আইসক্রিম নিয়ে আসতা।
আনার কথা বলতাম আর তুমি পরম আদরে আমার জন্য আইসক্রিম নিয়ে আসতা।
আজ আগের মত একটা আইসক্রিম নিয়ে আস তো। আর কাগজে লিখে নিয়ে যাও।
তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।"
তোমার তো এখন ভুলে যাওয়ার অভ্যাস।"
বুড়ি দাদি বললেন."তোমার মত এত তাড়াতাড়ি আমি ভুলি না।"এই কথা বলে দাদি গেলেন।
দীর্ঘ দুইঘন্টা পরে বুড়ি দাদি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন।
তা দেখে তো বুড়ো দাদা রেগেমেগে হুঙ্কার দিয়ে বললেন,"বারবার বললাম লিখে নিয়ে যাও।।
চাইলাম নুডলস আর আনছ পাউরুটি!!!"
দীর্ঘ দুইঘন্টা পরে বুড়ি দাদি পাউরুটি হাতে নিয়ে ফিরলেন।
তা দেখে তো বুড়ো দাদা রেগেমেগে হুঙ্কার দিয়ে বললেন,"বারবার বললাম লিখে নিয়ে যাও।।
চাইলাম নুডলস আর আনছ পাউরুটি!!!"