Funny Bangla Jokes-05

অফিস থেকে ফিরে স্বামী খুশি মনে স্ত্রীকে বলল, আজ আর বলতে পারবে না আমার ভুলো মন।
-
কেন?
-
আজ তোমার চিঠি ঠিকমতো ডাকে ফেলেছি; ঠিক সময়ে অফিসে গেছি; অন্যদিনের মতো ছাতাও ফেলে আসি নি। সঙ্গে নিয়ে এসেছি।
-
বল কি! আজ তো অফিসে যাওয়ার সময় তুমি ছাতাই নাও নি।