Funny Bangla Jokes-14

দুই মহিলা এক জায়গায় বসে কথা বলছিলেন
কথা প্রসঙ্গে প্রথম মহিলা দ্বিতীয় জনকে বললেন আমার স্বামী এতই আত্বভোলা যে বাজারে গেলে মাছ কিনবে তো তরকারী ভুলে আসবে , আর তরকারী কিনবে তো মাছ কিনবে না

এই কথা শুনে দ্বিতীয় মহিলা বললেন আমার স্বামী আরো বেশী আত্বভোলা সেদিন বাজারে করতে গিয়েছিলাম সেখানে অফিস যাত্রী স্বামী আমাকে দেখে বললেন কিছু মনে করবেন না ম্যাডাম আপনাকে যেন আমার খুব পরিচিতি বলে মনে হচ্ছে এবং কোথায় যেন দেখছি।